গোমস্তাপুরে ৫টি বাড়ি আগুনে পুড়ে ছাই

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে ৫টি বাড়ি ও ৩টি গরু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পলাশবোনা গ্রামের গোলাম মোস্তাফার বাড়িতে এ ঘটনারর সূত্রপাত ঘটে।


 গোমস্তাপুর উপজেলা ফায়ারসার্ভিসের লিডার আব্দুস সাত্তার জানান,সোমবার রাত ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পলাশবোনা গ্রামের আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ওইস্থানে উপস্থিত হয়। সেখানে একাধিক বাড়ি আগুন জ্বলছে দেখতে পায়। পরে ফায়ারকর্মী ও স্থানীয়রা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। তবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে তারা ধারনা করছে। এদিকে খবর পেয়ে ভোলাহাট ফায়ারস্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বোয়ালিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও গোমস্তাপুর থানার উপপরিদর্শক রনি কুমার দাস জানান, পলাশবোনা গ্রামের সূত্রপাত গোলাম মোস্তফার বাড়ি,তার ছেলে সারোয়ার হোসেনের বাড়ি ও ২টি গরু,আরেক ছেলে মোঃ মাসুদের বাড়ি ও ১টি গরু,মকবুল হোসেন ও আলহাজ্ব মেহের আলীর ১টি করে ঘর আগুনে পুড়ে যায়। তবে ওই এলাকার পরিবারগুলোর মাঝে আতংক বিরাজ করছিল। এ ঘটনায় তিনি ও স্থানীয়রা মনে করছে ৫ লক্ষাধিকের উপর ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করছেন।


 

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7