তাঁতের কাপড়ের আর্ট আছে, তাঁতশিল্পের সুদিন ফিরবেই


তাঁতের কাপড়ের একটা আর্ট আছে, যারা তাঁতের কাপড় পড়ে, তারা মেশিনের কাপড় পড়ে না। তাঁত শিল্পের সুদিন ফিরবেই। আধুনিক যুগে বিদেশী কাপড়ের সাথে কিভাবে তাঁতিরা প্রতিযোগিতায় ঠিকে থাকতে পারে,সেই বিষয়ে আমরা কাজ করছি। চাঁপাইনবাবগঞ্জে তাঁতপল্লী পরিদর্শন শেষে এসব কথা বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর তাঁতিপাড়ায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। এসময় তিনি বলেন, তাঁতিদের যে দু:খ দূর্দশা গুলো দেখে গেলাম, ঢাকায় গিয়ে এর একটা সুরাহা করব। আশাকরি তাঁতশিল্পের সুদিন ফিরবে।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ তাঁতবোর্ডের চেয়ারম্যান শাহ আলম, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। পরে মন্ত্রী লাহারপুর ও হরিনগর তাঁতিপাড়ার কারখানা পরিদর্শন করেন এবং তাঁতিদের খোঁজ খবর নেন।

 

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About nahid

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7