রহনপুরে আল-মদিনা ক্লিনিকে প্রসুতীর মৃত্যূ : চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আল মদিনা ক্লিনিকে আশা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের।

নিহত ওই নারী উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মতিউর রহমানের স্ত্রী। নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার সন্ধ্যায় আশা খাতুন এর প্রসব বেদনা শুরু হলে চিকিৎসার জন্য আল-মদিনা ক্লিনিকে ভর্তি করে। রাত ৮ টায় ওই গৃহবধূর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর নবজাতকটি সুস্থ থাকলেও ওই গৃহবধূর অবস্থা অবনতি হলে রাত ১ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সিদ্ধান্ত নেয় ক্লিনিক কর্তৃপক্ষ। তবে গাড়ীতে উঠানোর আগেই ওই গৃহবধূ মারা যায়। শুক্রবার সকালে ওই গৃহবধূর বাবার বাড়ী উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রামে দাফন সম্পন্ন হয়। এ বিষয়ে আল-মদিনা ক্লিনিক এর ম্যানেজার আতাউর রহমান জানান, ভুল অপারেশনে রোগীর মৃত্যুর মতো কোনো ঘটনা আমাদের ক্লিনিকে ঘটেনি। এ প্রসঙ্গে ওই ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম জনি জানান, সে ক্লিনিকের বাইরে থাকার কারণে বিষয়টি অবগত নয়। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান ওই রোগী মৃত্যুর বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7