চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশনে প্রায় ৫ মাস ধরে থাকা এক পাগল ফিরে গেল তার পরিবারের কাছে । কুঁড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারি উপজেলার পশ্চিম মুন্সিপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে আবুল কালাম (৩৪) ২২ জানুয়ারি ২০১৭ তারিখে নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখোজি করে তাকে না পেয়ে ২৮ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারন ডায়েরী করেন। যাহান নং ১০৩৮, পরিবার সূত্রে জানা যায় সে নিখোঁজের সময় মানসিক ভারসাম্যহীন ছিল। আবুল কালাম প্রায় ৫ মাস পূর্বে রহনপুর এসে রেলওয়ে স্টেশনে থাকতে শুরু করে। রহনপুরস্থ নুনগোলা মহল্লার গৃহীনি এসফুল বেগম মাঝে মধ্যে তাকে পোশাক ও খাদ্য সহায়তা করতেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রহনপুর শাখার কর্মচারী আব্দুল আওয়ালের উদ্দোগ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কালামের পরিবারের সাথে কথোপকথন হয়। বৃহস্পতিবার কালামের পরিবারের সদস্যগন রহনপুর এসে কালাম কে তাদের পরিবারের সদস্য হিসেবে সনাক্ত করেন। একই দিন সন্ধ্যায় রহনপুর আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান খাঁন স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে কালাম কে তার পরিবারের কাছে তুলে দেন।
আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment