এবারের এসএসসির প্রকাশিত ফলাফলে পাসের হারে দ্বিতীয় অবস্থানে আছে চাঁপাইনবাবগঞ্জ। এ বোর্ডের জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষনে দেখা যায়, পাসের হারে দিকে সবচেয়ে এগিয়ে জয়পুরহাট জেলা, সেখানে পাসের হার ৯৫.৯৭ ভাগ। এরপরের অবস্থান চাঁপাইনবাবগঞ্জের, পাসের হার ৯২.৩৩ ভাগ। এরপর বগুড়া ৯২.২৭, নাটোর ৯০.৪২,নঁওগা ৮৯.৯৪, পাবনা ৮৯.৫৬,সিরাজগঞ্জ ৮৯.৩৮ শেষে আছে রাজশাহী ৮৭.৮০ভাগ।
ফলাফল বিশ্লেষনে দেখা য়ায়, চাঁপাইনবাবগঞ্জে এবার ১৫ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪ হাজার ৬২৪জন। অন্যদিকে পাশের হারের দিক থেকে ছেলেরা সামন্য এগিয়ে আছে, ছেলেদের পাশের হার ৯২.৩৫ভাগ ও মেয়েদের পাশের হার ৯২.৩১ ভাগ। আর জেলায় জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ২১৬৬জন।
আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।