চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের মিটআপ


তাহমিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক :  চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের মিটআপ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় আইডিইবি ভবনে শুক্রবার এ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। 


চাঁপাই নবাবগঞ্জ পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)র সভাপতি এ.কে.এম.এ হামিদ, বিশেষ অতিথি ছিলেন আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান ও বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের এটাচড অফিসার শাকিলা রহমান।
অনুষ্ঠানে পলিটেকনিক সমূহের শিক্ষক সংকট দূরীকরণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেসরকারি চাকুরীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও বেতন কাঠামো নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ সুবিধাসহ বেশ কয়েকটি দাবি-দাওয়া তুলে ধরেন চাঁপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ছাত্রনেতা এম.এ রহমান বকতিয়ার।
আলোচনায় অংশ নিয়ে অতিথিরা পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য আগামীর শ্রমবাজারসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন, সেই সাথে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের পাশে থাকার ঘোষনা দেন।

সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান আসিফের সঞ্চালনা ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে। 





আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7