আগামী ১১ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। সকাল ৮টা থেকে ৪টা পর্যৗল্প বিরতীহীন ভাবে এ কার্যক্রম চলবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস এ কর্মসূচী বাস্তবায়নে ইতিমধ্যেই সকল প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালটি বেড সংখ্যা বাড়লেও লোকবল বৃদ্ধি হয়নি, তবে এ মাসের শেষে ১০০ বেডের প্রয়োজনীয় চিকিৎসক ও স্টাফ পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। আর নতুন চিকিৎসক আসলে সেবার মান কিছুটা উন্নত করা সম্ভব হবে বলেও জানান সিভিল সার্জন।
আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।