বিচারপতি ছানার ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

সুপ্রিমকোর্টের আপীল বিভাগের বিচারপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রাজশাহী প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য বিচারপতি বজলার রহমান ছানার ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে বিচারপতি বজলার রহমান ছানা স্মৃতি পরিষদ।
দিবসটিকে সামনে রেখে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচি পালন করে সংগঠনটি। বুধবার সকালে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা, দুপুরে চাঁপাইনবাবগঞ্জের খালঘাট গোরস্থানে কবর জিয়ারত ও বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ বার মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বিচারপতি বজলার রহমান ছানা স্মৃতি পরিষদের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্ব এবং সংগঠনে আহ্বায়ক আসলাম-উদ-দৌলার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার। এরআগে খালঘাট গোরস্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, বিচারপতি বজলার রহমান ছানার ভগ্নিপতি অধ্যাপক আলী আশরাফ আজীজী, মুক্তিযুদ্ধের সংগঠক ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চুর বড় ছেলে আওয়ামী লীগ নেতা মেসবাহুল সাকের জ্যোতি, স্মৃতি পরিষদ সদস্য রাজশাহী জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ববিন খান উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন- রাজশাহীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী, রাজশাহী জেলা যুগ্ম জেলা জজ (বিদ্যুৎ আলাদত) আসাফ-উদ-দৌলা, রাজশাহী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জল মাহ্ মুদ, রাসেল মাহমুদ ও আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, সিনিয়র আইনজীবী আবুল কাশেম ও বিচারপতি বজলার রহমান ছানা স্মৃতি পরিষদের যুগ্ম আহ্বায়ক বরজাহান আলী ।







কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7