সারোয়ার জাহান সজল : জাতীয় শোক দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে চাঁপাইনবাবগঞ্জ গণগ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। চিত্রাংঙ্কন,রচনা লিখনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫৮জনকে পুরস্কার ও সদন প্রদান করা হয়েছে।
রবিবার চাঁপাইনবাবগঞ্জ গণগ্রন্থাগারে এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুন্ডু, বাংলা বিভাগের প্রধান ড. মাজহারুল ইসলাম তরু, ইমদাদুল হক মামুন ও গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা খাতুন ও লাইব্রেরিয়ান মাসুদ রান।
প্রসঙ্গত,চাঁপাইনবাবগঞ্জ গণগ্রন্থাগারের আয়োজনে বছরের বিভিন্ন সময় এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।