স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু, নবীনদের বরণে নানা আয়োজন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। প্রথম ক্লাসে নবীন শিক্ষার্থীদের বরণে তাই  বিভাগগুলোতে ছিলো নানা আয়োজন। ছোটদের বরণে বড়রা কোন কমতি রাখেননি।  
মঙ্গলবার সকালে ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ব্যবস্থাপনা বিভাগ ভবনের তৃতীয় তলায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষপ্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।





ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এ.এইচ.এম. মাহফুজুল ইসলাম সরকারের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন, কলেজের উপাধ্যক্ষ মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মমিনুল ইসলাম, ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো.আয়াতুল্লাহ খামেনী ও শামীমা আখতার।

শুরুতেই নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন  চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের পুরো সময় জুড়েই উপস্থাপনা করেন
 ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মিজান ও তানভি আক্তার জাহান। এবছর ব্যবস্থাপনা বিভাগে ১’শ ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।





কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7