চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় মাইনুল ইসলাম(৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মাইনুল গোদাগাড়ী উপজেলার ছুটি পুকুরগ্রামের দাওত আলীর ছেলে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
পুলিশ
ও এলাকাবাসী সূত্রে জানা গেছে শুক্রবার বেলা ২টার দিকে নাচোল উপজেলার
জোনাকিপাড়া জামে মসজিদের সামনে মেইনরোডে একটি ট্রাক নাচোলের
দিক থেকে আমনুরা রোডে যাচ্ছিল, এসময় ট্রাকে ধাক্কা লাগলে ভ্যানসহ রাস্তার পাশে পড়ে
যায়। পড়ে ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি। ঘাতক ট্রাকটি সনাক্তে চেষ্টা করছে পুলিশ।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।