চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মত শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের হুজরাপুরের শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী, সংগঠনটির প্রধান উপদেষ্টা উত্তম কুমার ভট্টাচার্য, সভাপতি মহান্ত হালদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কোষাধ্যক্ষ অজিত কুমার দাস, বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদের আহŸায়ক পলাশ প্রামানিক, সনাতন একতা সংঘ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার উপদেষ্টা সৌমেন সাহা। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।