বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেনে হলেনস্টেইন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সকালে চেম্বার ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
“চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন” শীর্ষক এ মতবিনিময়ে অংশ নেন চেম্বারের সভাপতি এরফান আলী, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন সুইস রাষ্ট্রদূত কার্যালয়ের কর্মকর্তা ফারজানা আমিন অনেকে।
সভায় চাঁপাইনবাবগঞ্জের আম কেন্দ্রীক অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।