চাঁপাইনবাবগঞ্জে এনআইডিসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্ড নকল করার দায়ে জি এস এম মুর্শেদ সুমন নামে এক যুবকের দন্ড দিয়েছে ভাম্যমান আদালত।
শহরের নিমতলা এলাকায় ডিজিটাল গ্রাফিক্স নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন দন্ডপ্রাপ্ত সুমন। সুমন পৌর এলাকার আজাইপুরের ওমর ফারুকের ছেলে। রবিবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
ভাম্যমান আদালতের বিচারক ইকবাল হোসেন জানান, জাতীয় পরিচয় পত্রসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা,পুলিশ ও বিজিবির নকল কার্ড তৈরী করতেন ডিজিটাল গ্রাফিক্সের মালিক জি এস এম মুর্শেদ সুমন। অভিযানে নকল কার্ড তৈরীর প্রমান পাওয়ায় তাকে ২ মাসের কারাদন্ড, সেই সাথে ১ লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে ২০ দিনের আরো কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে নকল কার্ড তৈরীতে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।