সহযোদ্ধার মৃত্যুতে রাষ্টীয় সন্মান জানাতে অবহেলা, প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মুক্তিযোদ্ধার জানাযার পূর্বে শিবগঞ্জ থানা পুলিশ গার্ড অফ অনার না দেয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধারা। বিনোদপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিনোদপুর মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার তরিকুল ইসলাম, সাবেক সাংস্কৃতিক কমান্ডার মশিউর রহমান, শহীদ পরিবারের সন্তান আব্দুর রাকিব রহমান, মুক্তিযোদ্ধা জিন্নুর রহমান, সাইদুর রহমান, শরীফ উদ্দিন আহমেদ জেন্টু, ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমানসহ অন্যরা। বক্তারা বলেন- একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদা না দিয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান সরকারি নির্র্দেশনা অমান্য করেছে যা রাষ্ট্রবিদ্রোহীর সামিল। অবিলম্বে ওসির নায্য বিচার দাবি করছি।
উল্লেখ্য, উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের মৃত পায়তগাম আলির ছেছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার মেজর মুক্তিযোদ্ধা বাহারাম আলি (৬৫) সম্মিলিত সামরিক হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর গত শনিবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নে এলাহির রাজেউন)। পরে মুক্তিযোদ্ধার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে ওসিকে জানালে তিনি সন্ধ্যার পর গার্ড অফ অর্নার দেবেন না  বলে সাফ জানিয়ে দেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম  জানালে তিনি আশস্ত করেন। কিন্তু সন্ধ্যার পর সেনা সদস্যরা গার্ড অফ অর্নার করলেও শিবগঞ্জ থানা পুলিশ তখনো পৌঁছেননি। অবশেষে রাত ৮টার দিকে মুক্তিযোদ্ধা বাহারাম আলির মরদেহ পুলিশ কর্তৃক রাষ্ট্রীয় মর্যদা ছাড়াই দাফন করা হয়। দাফনের পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিবগঞ্জ থানা পুলিশ গার্ড অফ অর্নার দেন। যা মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7