চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাউসপুরের একটি বাগান থেকে বুধবার সকালে আলমগীর হোসেন(৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর একই উপজেলার হাসপুকুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। ভোলাহাট থানার ওসি নাসির উদ্দীন মন্ডল জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে হাউসপুরের একটি আম বাগান থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা করে পুলিশ। মঙ্গলবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে। আলমগীর পুকুরের পাহারাদার ছিলো বলেও জানান ওসি। তিনি বলেন কি কারনে এ হত্যাকান্ড তা বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।