এইচএসসি’র আইসিটি কোর্সে ভর্তি, মাত্র ৬০০ টাকায়

মাত্র ৬০০ টাকায় এইচএসসির আইসিটি কোর্সটি করার সুযোগ দিচ্ছে, চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করা কইছন-মান্নান ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজি। প্রতিষ্ঠানটি তাদের যাত্রার শুরু উপলক্ষে আগামী ৫ আগষ্ট পর্যন্ত এই বিশেষ ছাড়ে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুরে জোড়ামঠ এলাকায় কইছন-মান্নান ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজি যাত্রা শুরু করে।

উদ্যোক্তাদের একজন, ওমর ফারুক বলছিলেন, সহজে সবাই যাতে আইসিটি শিক্ষা গ্রহণ করতে পারে, সেই লক্ষেই তারা এ প্রতিষ্ঠান গড়েছেন। আগামীতে এইসএসসির আইসিটি বিষয়ে পাঠদান ছাড়াও,  কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ফাইন আর্টসসহ বেশ কিছু বিষয় যুক্ত করা হবে।

আমাদের এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রাক্টিক্যাল ওয়ার্কশপ, অভিজ্ঞ শিক্ষকরা ক্লাস নিবেন, তাই আশা করছি সবার মনযোগ আকর্ষন করতে পারব আমরা। উদ্বোধনী উপলক্ষে আমরা মাত্র ৬০০ টাকার শিক্ষার্থী ভর্তির সুযোগ রেখেছি। তবে নিয়মিত কোর্য ফি ৪ হাজার টাকা  যোগ করেন ওমর ফারুক।





কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7