চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাল টাকা রাখার দায়ে ২ জনের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত আলী আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চাপড়া উত্তরপাড়া গ্রামের মৃত ভদু মন্ডলের ছেলে মোঃ এরফান, ভোলাহাট উপজেলার কালিনগর গ্রামের মোঃ এমরান আলী মেম্বারের ছেলে মোঃ সাবের আলী।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১০ সালের ২১ অক্টোবর জেলার গোমস্তাপুর উপজেলার তেতুলতলা-নন্দীপুর গ্রামে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ২৫ হাজার জাল টাকাসহ দন্ডপ্রাপ্ত দুইজনকে আটক করে। এ ঘটনায় তৎকালিন র্যাবের ল্যান্স কর্পোরাল নাসির উদ্দিন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
পরে, গত ২০১১ সালের ১৬ জানুয়ারী আদালতে অভিয্গোপত্র দাখিল করেন তৎকালিন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাঈদ ইকবাল। সাক্ষ্য প্রমানাদি শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক রায় প্রদান করেন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।