চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে বৃহস্পতিবার বাল্যবিয়ের আয়োজনের অপরাধে বর ও কনের পিতাকে কারাদন্ড দিয়েছে ভাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন, বরের পিতা শিবগঞ্জ উপজেলার সতেররশিয়া চামা এলাকার মো. আকলেশ (৪৫) ও কনের পিতা সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর সাবানিয়া এলাকার ময়েজ উদ্দিন (৫৭)।
ভাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর সাবানিয়া এলাকায় বাল্যবিয়ের আয়োজন চলছিল, গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বর ও কনের পিতাকে আটক করা হয়। পরে বরের পিতাকে এক বছর ও কনের পিতাকে দুই বছরের করাদন্ড প্রদান করা হয়।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।