শিবগঞ্জে মনাকষা দাখিল মাদ্রাসায় ঈদপুনর্মিলনী ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মনাকষা দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে ছাত্র কল্যান পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র কল্যান সমিটির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল উদ্দিন আহমেদ পলাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান মধু মেম্বার,অত্র মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, বিদায়ী শিক্ষক মাওলানা আবু তালেব, মাইনুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও সি আইডির পুলিশের সাব-ইন্সপেক্টর ইসমাইল হোসেন, জগনাথপুর মাদ্রাসার সহ সুপার মাওলানা তরিকুল আলম, সৈনিক আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদ্বয়কে মাদ্রাসা ও প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষে থেকে উপহার তুলে দেন প্রধান অতিথি সোহেল উদ্দিন আপমেদ পলাশ ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সোবহান ও প্রাক্তন ছাত্রকল্যান সমিতির সভাপতি কাজী মাহফুজুর রহমান।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।