ছাত্রীদের উত্ত্যোক্ত করার দায়ে মেসবাউল হক(১৮) নামে এক যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত মেসবাউল হক পিপড়াডাঙ্গা
গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার
সিংরইল বাজার থেকে ঘাসুড়াগামী পাকা রাস্তার ধারে দাঁড়িয়ে স্কুলগামী ছাত্রীদের উত্যোক্ত
করছিলো মেসবাউল। এসময় স্থানীয়রা তাকে আটক করে নাচোল
থানাপুলিশকে খবর দিলে থানার এসআই সবুজ ও এএসআই নূর আহাম্মেদ ঘটনাস্থল থেকে মেসবাউলকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের বিনাশ্রম
কারাদন্ড প্রদান করেন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।