জাতীয় মৎস্য সপ্তাহ : সংবাদকর্মীদের সাথে মতবিনিময়

শুরু হচ্ছে জাতীয় মৎস সপ্তাহ। মৎস সপ্তাহের বিভিন্ন দিক জানাতে বুধবার সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে মৎস বিভাগের কর্মকর্তারা। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সংবাদকর্মীদের সাথে মতবিনিময়ে অংশ নেন। এ বিষয়ে প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট--

নিজস্ব প্রতিবেদক:
 “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা ড.  মোঃ আমিমুল হক এহসান।
জেলা মৎস্য কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, একসময় প্রাকৃতিক জলাশয়গুলো বিভিন্ন প্রজাতির দেশীয় মাছে ছিল ভরপুর। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট প্রতিকুলতার কারণে দেশীয় প্রজাতির মাছ আজ হুমকীর সম্মুখীন। তাই প্রাকৃতিক জলাশয়গুলোকে মাছের আধার হিসেবে সংরক্ষণ করার পাশাপাশি বদ্ধ জলাশয়গুলোতে উন্নত প্রযুক্তিতে মাছ চাষের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে মাছ চাষের মাধ্যমে প্রাণীজ আমিষের ঘাটতি পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নতি সাধন ও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। তাই বর্তমান সরকার মাছ চাষে গতিশীলতা বাড়াতে বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে। তিনি আরো বলেন, দেশের অভ্যন্তরে পুকুরসহ অসংখ্য জলাশয়ে মাছ চাষ করায় ইতিমধ্যে দেশের চাহিদা মিটিয়ে মাছ এখন বিদেশে রপ্তানী করা হচ্ছে।

নাচোল অফিস: 

নাচোলে সংবাদকর্মীদের সাথে নিজ কার্যালয়ে মতবিনিময় করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার আলী বুধবার দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময়ে মৎস সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। 
মতবিনিময়ে নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম ,রিপোটার্স ইউনিটির সভাপতি তসিকুল ইসলাম,নাচোল সাংবাদিক এ্যাসোশিয়সনের সহ সভাপতি মনিরুল ইসলাম, সাংবাদিক নাসিম আলী, মজিবুর রহমান, আপলে মাহমুদ সংবাদকর্মীরা অংশ নেন।
 নাচোলে মৎস সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল ১০টায় ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ, শুক্রবার সকালে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অবদান নিয়ে আলোচনাসভা,শনিবার সকালে ফরমালিন বিরোধী অভিযান, রোববার সকালে মৎস্য বিষয়ক বির্তক প্রতিযোগিতা, সোমবার দিনব্যাপি বিভিন্ন স্থানে মৎস্য চাষ বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শণ, এবং মঙ্গলবার সকালে জাতীয় সপ্তাহ-২০১৯ এর সমাপনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকল কে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেছেন উপজেলা মৎস্য অফিস।


কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7