পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন


রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতার দাবীতে চাঁপাইনবাবগঞ্জের ৪টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  মঙ্গলবার  প্রেসক্লাবের সামনে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল পৌরসভার ৮’শ কর্মকর্তা-কর্মচারীরা সমবেত হয়ে এ কর্মসূচী পালন করেন। 
এদিকে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ২ দিনের কর্মবিরতির কারনে নাগরিক সেবা অনেকটায় বন্ধ হয়ে যায়। এসময় বক্তব্য দেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ আব্দুল মুকিত আপেল, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌর ইউনিটের সভাপতি মোঃ ইমরান হোসেইন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, পৌরসভার সচিব মোঃ মামুন-অর-রশিদ, শিবগঞ্জ পৌর ইউনিটের মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন, রহনপুর পৌর ইউনিটের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ আহসান হাবীব প্রমুখ। বক্তারা রাষ্ট্রীয় কোষাগার হতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু করার দাবি জানান।


কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7