
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৯ সালের ১৭ জুন র্যাব ও পুলিশ ভোলাহাট উপজেলার মুশরিভূজা গ্রামের রবিউলের বাড়িতে যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার খড়গপুর গ্রামের রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১ টি ওয়ান শ্যুটার গান, ৩ টি গুলি ও জিহাদী বই উদ্ধার করে। পরবর্তীতে বিভিন্ন সময় বাকী আসামীদের গ্রেফতার করে।
এ ঘটনায় এসআই মিজানুর রহমান ভোলাহাট থানায় অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে দু’টি আলাদা মামলা দায়ের করেন। ২০০৯ সালের ১২ আগস্ট এসআই ওহেদুজ্জামান এবং ২০১৬ সালের ৩০ মার্চ এসআই আব্দুল মজিদ মামলা দু’টির অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
সাক্ষ্য প্রমানাদি শেষে, রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ৬ জনকে উপরোক্ত রায়ে দন্ডিত করেন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।