চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য ই-কমার্স এবং ই-বিপণন সুবিধা বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, নারী উদ্যোক্তা এ্যাড. ইয়াসমিন সুলতানা, আকসানা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ক্ষুদ্র ও মাঝারী শিল্প ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপক আশরাফুল আমিন। এ কর্মশালায় প্রায় ৫০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।