সীমান্তে সম্প্রীতি ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে একসাথে কাজ করবে বিজিবি ও বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলন কক্ষে বুধবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে বিজিবি’র ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুসফিকুর রহমান মাসুদ। বিএসএফ’র পক্ষে ২৩ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ’র মালদা সেক্টরের ডিআইজি শ্রী সঞ্জয় গৌওর। বৈঠক শেষে বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুসফিকুর রহমান মাসুদ জানায়, সৌহার্দপুর্ণ পরিবেশে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র গোলাবারুদ পাচার রোধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধসহ সীমান্তে সম্প্রীতি ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে আলোচনা করা হয়। এতে সীমান্তে সম্প্রীতি ও সীমান্তের বিভিন্ন সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমধানের ব্যাপারে উভয় পক্ষ একমত হন।





কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7