চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতারা

চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলায় ভোটের মাঠে থাকছেন বিএনপি নেতারা। তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে দুইজন বর্তমান উপজেলা চেয়ারম্যানও রয়েছেন। ভোটের মাঠে থাকা প্রসঙ্গে এসব নেতারা বলছেন, কর্মীদের মন জোগাতেই হয়েছেন প্রার্থী। ভোটে থাকা বিএনপি নেতারা হলেন, গোমস্তাপুর উপজেলায় উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম,নাচোল উপজেলায় বিএনপি নেতা আমানুল্লাহ আল মাসুদ, শিবগঞ্জ উপজেলায় মাসুদ রানা টুটুল। এদিকে ভোলাহাট উপজেলায় ভোটের মাঠে থাকছেন ৪ বিএনপি নেতা। তারা হলেন, ভোলাহাট উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য বাবর আলী বিশ্বাস, ভোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু ও বিএনপি নেতা ইয়াজদানী জজ।
দলীয় সিদ্ধান্ত না থাকলেও ভোটের মাঠে থাকা  প্রসঙ্গে গোমস্তাপুর উপজেলায় উপজেলা বিএনপির সভাপতি ও বাইরুল ইসলাম বলেন, ‘‘ আসলে দলীয় সিদ্ধান্ত নাই, কিন্তু কি করব নেতাকর্মীদের মন জোগাতেই প্রার্থী হয়েছি’’। ভোটের মাঠে থাকা আরেক বিএনপি নেতা বাবর আলী বিশ্বাসও একই ধরনের মন্তব্য করেন।
বিএনপি নেতাদের ভোটের মাঠে থাকা প্রসঙ্গে সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ বলেন, তৃনমূল্যের নেতাকর্মীদের মধ্যে অনেকেই চেয়ারম্যান ছিলেন, তারা অনেক জনপ্রিয়। সেইসবা জনপ্রিয় বিএনপি নেতারা অনেকটায় কর্মীদের চাপে প্রার্থী হয়েছেন।
বিএনপি নেতাদের দলীয় সিদ্ধান্তের বাইরেও ভোটে অংশ নেয়া প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম টিপু বলেন, ‘‘ আমরা এ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিব না, তারপরও উপজেলা নির্বাচনে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’’
এবিষয়ে কেন্দ্রীয় বিএনপি কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন কঠোর সাংগঠনিক শান্তির কথা জানিয়ে বলেন, পরিস্কার কথা, এ সরকারের অধিনে কোন নির্বাচন নয়।
এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে ৪ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ২২জন, ভাইসচেয়ারম্যান পদে ২৩জন ও মহিলা ভাইস চেয়াম্যান পদেও ২৩ জন।





কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7