লাল সবুজের পতাকা হাতে মুক্তিযুদ্ধের চেতনার আগামীর বাংলাদেশ বিনির্মানের দৃপ্ত সপথ

শীতের সকালে তখনো কিছুটা কুয়াশা ছিলো, শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থীদের প্রস্তুতি চলছে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাওয়ার জন্য। দল বেধে শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে নিয়ে জেলা প্রশাসকের কার্যলয়ের দিকে যাত্রা শুরু করলেন। শুধু শাহনেয়ামতুল্লাহ কলেজ নয়, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে সামাবেত হযেছেন, তাদের প্রায় প্রত্যেকের হাতেই ছিলো পতাকা। শুরু শিক্ষার্থীরাই নয় এসেছিলেন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আর সবার সমাবেশ হওয়ার কারন ছিলো বিজয় শোভাযাত্রায় অংশ নেয়া। বিজয় শোভাযাত্রার শুরুতেই গাওয়া হয় জাতীয় সংগীত, এরপর কথা বলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
দুজনের বক্তব্যের পর লাল সবুজের পতাকা হাতে মুক্তিযুদ্ধের চেতনার আগামীর বাংলাদেশ বিনির্মানের দৃপ্ত সপথে এগিয়ে চলেন সবাই। চাঁপাইনবাবগঞ্জ শহরের গুরুত্বপূর্ন সড়ক ঘুরে শোভাাযাত্র শেষ হয় নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে।





কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7