৩০ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যবুলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহনে এ সভা থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে প্রচারনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। আওয়ামীলীগ সরকারের দুই মেয়াদে যে উন্নয়ন হয়েছে, তা সবার কাছে তুলে ধরার বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতারা।
বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ। জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, কেন্দ্রীয় উপ ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী পারভেজ, কেন্দ্রীয় উপ সমাজ সেবা সম্পাদক জসিম উদ্দীন মাত্ববর, কেন্দ্রীয় সহ সম্পাদক রফিকুল ইসলাম সৈকত জোয়ার্দার।
সভায় বক্তরা বলেন দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রয়োজন। আর সরকার গঠন করতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে। নির্বাচনে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সবাইকে, তবেই বিজয়ী হবে নৌকা।
বর্ধিত সভায় সঞ্চলকের দ্বায়িত্ব পালন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।