নাচোলের নেজামপুর রেল স্টেশনে ট্রেনচালু হওয়ায় শোকরানা সভা


নাচোল অফিস: চাঁপাইনবাবগঞ্জের নাচোলের নেজামপুর রেল স্টেশনে বন্ধ হওয়া ট্রেন পুনরায় চালু হওয়ায় শোকরানা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় নেজামপুর রেল স্টেশন প্লাটফর্মে এ শোকরানা সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে নেজামপুর রেলওয়ে উন্নয়ন কমিটি।উন্নয়ন কমিটির সভাপতি মো. খাইরুল আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকরানা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুহা.গোলাম মোস্তফা বিশ্বাস। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান, গোমস্তাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, নাচোল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হালিম, নেজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি সাইদুর রহমান বাদল। 
উল্লেখ্য, ঈশ্বরদী-রহনপুর ও রহনপুর-ঈশ্বরদী চলাচলকারী লোকাল ট্রেনটি দীর্ঘ ২ বছর ধরে নেজামপুর রেল স্টেশনে স্টপেজ দেয়া থেকে বিরত ছিল। লোকালসহ কমিউটার ট্রেন নেজামপুর রেল স্টেশনে স্টপেজ দেয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল উন্নয়ন কমিটি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। কমিটির দাবির মুখে গত মঙ্লবার থেকে লোকাল ট্রেনটির নেজামপুর রেল স্টেশনে স্টপেজ শুরু হয়েছে। কমিউটার ট্রেনটির শিগগিরই স্টপেজ শুরুর ব্যবস্থা করা হবে বলে জানান শোকরানা সভার প্রধান অতিথি মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস।


কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7