
কৃষকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটুর স্বাক্ষরিত এক পত্রে নতুন এ কমিটিকে অুনমোদন দেয়া হয়েছে।
ওই পত্রে উল্লেখ করা হয় সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির মেয়ার শেষ হয়েছে । ফলে সাংগঠনিক কাজেও এসেছে স্থবিরতা , তাই আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের কাছে দেয়া হয়েছে সদর উপজেলা কৃষকলীগের ভার।
তিন বছরের জন্য অনুমোদন দেয়া এ কমিটির পূর্নাঙ্গ রুপ দিতে নতুন নেতৃত্বকে ৩০ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনে আরো গতি আসবে এমন চিন্তা থেকেই নতুন নেতৃত্ব বেছে নেয়া বলে জানিয়েছেন কৃষকলীগের জেলা নেতৃবৃন্দ।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।