তাঁরা ৪৫ জন, হতে চান নৌকার মাঝি

আগামী নির্বাচনে নৌকার কান্ডারি হতে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন ৪৫ জন। বর্তমান সাংসদ ও প্রচার প্রচারনায় থাকা নেতাদের বাইরেও অনেক নতুন মুখকে মনোনয়ন ফরম তুলতে দেখা গেছে। রাজশাহী বিভাগের ফরম বিতরণ ও গ্রহন বুথের দ্বায়িত্বে থাকাদের একজন বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ওয়ালিউর রহমান বুলেট মনোনয়ন ফরম উত্তোলন কারীদের এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে তিনি বলেন, এখনো সময় আছে দুই একজন বাড়লেও বাড়তে পারে।
দীর্ঘদিন প্রচার প্রচারণায় না থাকলেও শেষ সময়ে এসে মনোনয়ন ফরম উত্তোণকারী নতুন মুখদের  মনোনয়ন ফরম সংগ্রহের কারণ নিয়ে জেলার সব খানেই বিশ্লেষন চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে মনোনয়ন ফরম উত্তোলনকারীদের মধ্যে শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোরাম রাববানীর ভাই কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলামও রয়েছেন। তাঁর সাথে ফোনে যোগাযোগ করা হলে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলনের কথা নিশ্চিত করেন। শেষ বিকালে মনোনয়ন উত্তোলনের প্রশ্ন করতেই তিনি হাসির ছলে বলেন সাপোটিং হিসাবে অনেক প্রার্থীই অনেককে দিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করিয়েছেন।



চাঁপাইনাবগঞ্জের তিনটি আসনের মধ্যে সবচেয়ে বেশি ফরম সংগ্রহ করেছে চাঁপাইনবাবগঞ্জ দুই আসন থেকে, এখানে ২০ জন ফরম সংগ্রহ করেছেন, এরপরেই আছে চাঁপাইনবাবগঞ্জ ১ আসন, এখানে ১৬ জন আর চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯ জন। সবার নৌকা প্রত্যাশা দেখে যেন কবিতার দুই লাইনের সার্থকতা পাওয়া যায়,ঠাঁই নাই ছোট সে তরী।
চাঁপাইনাবগঞ্জ ১ আসনে বর্তমান সংসদ সদস্য গোলাম রাব্বানী, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার এনামুল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা শামিল উদ্দীন আহম্মেদ শিমুল, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দীন, জেলা যুবলীগের সহ সভাপতি তৌহিদুল আলম, আওয়ামীলীগ নেতা ফরমান আলী, আমিনুল ইসলাম, বেনাউল ইসলাম, এ কে এম আজমল হক, দেলোয়ার হোসেন, বজলুর রশিদ, আব্দুল কাদের, রবিউল ইসলাম, আব্দুর রহমান, আবু আহম্মদ নাজমুল কবির, শিবগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের মনোনয়ন পেতে ফরম তুলেছেন ২০ নেতা, এই সংখ্যা শেষ দিকে আরো দুই একজন বাড়তেও পারে বলে জানিয়েছে সংস্লিষ্ট সূত্র গুলো। নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের নৌকার কান্ডারি হতে চান, বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, সাবেক সংরক্ষিত আসনের এমপি শওকত আরা বেগম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মু: জিয়াউর রহমান , জেলা কৃষক লীগের সহ-সভাপতি খিতিশ চন্দ্র আচারী, আওয়ামীলীগ নেতা গোলাম মোহাম্মদ, কেন্দ্রীয় যুবলীগের সহ -সম্পাদক রফিকুল আলম জোয়াদ্দার ( সৈকত জোয়াদ্দার) জেলা কৃষক লীগের সহ- সভাপতি  মু. খুরশিদ আলম, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল হক, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, শেখ মোহাম্মদ সানাউল্লাহ, ডা অজিত কুমার দাস, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. আব্দুস সামাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আফসার আলী, গোমস্তাপুর থানা কৃষকলীগের সভাপতি শাহ আল শফি আনসারী, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী সরকার, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, আওয়ামীলীগ নেতা মনিমুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা সাখলায়েন আলম।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ৯ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, স্বাচিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক আব্দুল লতিফ, জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সামাদ, সামিউল হক লিটন, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান বেঞ্জু, ইমরুল হোসেন তাং, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি  শাকিনা খাতুন।



কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7