ওয়াহেদপুর সীমান্ত এলাকায় ৬ কেজি গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৬ কেজি গান পাউডার উদ্ধার করেছে।  বৃহস্পতিবার গভীর রাতে ৫৩ বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।

শুক্রবার ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ সরোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ওয়াহেদপুর বিওপির একটি টহল দল সীমান্ত  পিলার ১৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর মাঠ নামক এলাকায় রাত সাড়ে ১১টায় অভিযানকালে ১৪/১৫ বছর বয়সের এক অজ্ঞাত কিশোর একটি ব্যাগ বহন করে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে থাকলে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে তার হাতে থাকা ব্যাগ ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে, ব্যাগ তল্লাশী করে ৩ কেজি সাদা, ১.৫ কেজি হলুদ এবং ১.৫ কেজি কালো গান পাউডার উদ্ধার করা হয়।

কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7