
জাতীয় অন্ধকল্যাণ সমিতি (চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল) এ পৌর এলাকার ২৩০জন রোগীর চিকিৎসা সহায়তার জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৭০হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে চক্ষু হাসপাতালে জাতীয় অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের হাতে এ আর্থিক অনুদান তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ, ১নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর কবির, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক উপস্থিত ছিলেন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।