মাঠের আমন ঘরে তুলতে কৃষকের ব্যস্ততা

মনিরুল ইসলাম,নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রোপা আমন ঘরে তুলতে মাঠে মাঠে শুরু হয়েছে কৃষকের ব্যস্ততা। ধান কাটা মাঠাই কাজে যেন তাদের দম ফেলার সময় নেই। তবে এতো শ্রমের পর ধানের দাম পাবেন কি না সে নিয়ে দূচিন্তা থেকেই যাচ্ছে তাদের মাঝে। 
নাচোলে এবছর অনাবৃষ্টি ও পোকার আক্রমণ মোকাবেলার পরও  ধানের বাম্পার ফলনের সম্ভাবনা আছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এবছর নাচোল উপজেলায় স্বর্ণা জাতের আবাদ হয়েছে ৭হাজার ৭শ’ ৮৫ হেক্টোর, ব্রী-৫১ জাতের ১১হাজার ৩শ’ হেক্টোর, ২৫-জাতের ৫শ’হেক্টোর, ৪৯-জাতের ১শ’হেক্টোর,৩৪-জাতের ১হাজার ৩শ’ ২০হেক্টোর ও জিরাশাইলের ১হাজার, ৩শ’ ২৫ হেক্টোর এবং অন্যান্য দেশীয় জাত মিলেয়ে মোট ২২ হাজার, ৬শ’ ৭০ হেক্টোর আবাদ হয়েছে। 
গত সম্পাহ থেকেই শুরু হয়েছে মাঠে মাছে ধান কাটা। আর ধান নিয়ে বাজারে গিয়ে হতাশায় পড়তে হয়েছে কৃষকদের। তারা বলছেন অন্তত ১হাজার টাকা মন দরে ধান বিক্রি করতে না পারলে এবছর ধানের উৎপাদন খরচ উঠবেনা। অথচ বাজারে ধানের দাম মিলছে প্রতি মনে ৬শ’ থেকে ৭শ’ টাকা।  
নাচোল উপজেলা কৃষি অফিসার একেএম সাদিকুল ইসলাম জানান আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারন করেছিলাম তার বেশিই কৃষক এবার আবাদ করেছেন। আশাকরি কৃষক ভাল ফলন পাবেন। 




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7