মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবেন্দ্রনাথ উঁরাও এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাঃ দাউদ হোসেন, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মো. আবুল কালাম। স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারি পরিচালক মো. আনিসুর রহমান খান।
বক্তারা বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে। কারণ যুব সমাজরাই হচ্ছে আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই, সম্মিলিতভাবে মাদক নির্মূলে আমাদের একযোগে কাজ করতে হবে।
বক্তারা বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে। কারণ যুব সমাজরাই হচ্ছে আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই, সম্মিলিতভাবে মাদক নির্মূলে আমাদের একযোগে কাজ করতে হবে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।