নবাবগঞ্জ সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দাউদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন. উপাধ্যক্ষ ড. শঙ্কর কুমার কুন্ডু ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইকবাল হোছাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু। পরে, অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।