চাঁপাইনবাবগঞ্জে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে বারোঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বারোঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু নজর খাঁন ব্রিটিশ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য আবুল বাসার। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল লতিব, গোলাম কিবরিয়া প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি আবদুল ওদুদ বলেন, বর্তমান সরকারের আমলে বারোঘরিয়া ইউনিয়ন এলাকায় বিভিন্ন উন্নয়ন সাধিত হয়েছে। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহৃত রাখতে আবারো নৌকায় মাকায় ভোট দেওয়ার আহবান জানান।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।