চাঁপাইনবাবগঞ্জে বুধবার মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মূল্যায়ণ সভা অনুষ্ঠিত। শহরের আরামবাগ মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সোহরাব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহিল কাফি, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রসার হেড মোহাদ্দেশ মাওলানা মোহাম্মদ আলী, প্রশাসদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. জিয়াউল হক, পলশা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক। মূল্যায়ণ সভায় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা ও আরবি, অংক এবং ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের করণীয় নির্ধারণ করা হয়।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।