প্রয়াত শিক্ষককের পরিবারকে অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জ দেবীনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক মাহাতাব উদ্দিনের পরিবারকে ৩লাখ ২৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রয়াত মাহতাব উদ্দিনের স্ত্রীর হাতে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক কর্মচারী তহবিলের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহামদ নজরুল ইসলাম।এর মধ্যে জেলা শিক্ষক কর্মচারী কল্যান তহবিলের প্রয়াত মাহতাব উদ্দিনের জমানো ৬৬ হাজার ৬০০ টাকা, শিক্ষকদের একদিনের বেতনের ২ লাখ ৫৯ হাজার ৭৯৪ টাকা।
দেবীনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা শিক্ষক কর্মচারী কল্যান তহবিলের আয়োজনে অনুষ্ঠানে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবীর, সাবেক সাধারণ সম্পাদক আবদুল হান্নান,জেলা শিক্ষা অফিসার আবদুল লতিব,সহকারী শিক্ষা অফিসার মতিউর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকম সাহেদুল আলম পলাশ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেবীনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান।





কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7