চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওদুদ এমপি

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ।নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে গতকাল সোমবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
পরে শিক্ষার্থীদের উদ্যোশে প্রধান অতিথি আ্ব্দুুল ওদুদ এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দরিদ্র-মেধাবী শিক্ষার্থীরা যাতে ঝরে পড়ে না যায়, সে জন্য সরকার উপবৃত্তি চালু করেছে। এছাড়া, সরকারের বড় সাফল্য বছরের শুরুতে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাসিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোহরাব আলী, প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান প্রমুখ।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7