চাঁপাইনবাবগঞ্জের দিয়াড় মানিকচর সীমান্ত এলাকায় ৫৩ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৫’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। শুক্রবার দুপুরে ৫৩ বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ সরোয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিয়াড় মানিকচর বিওপির একটি টহল দল রাত প্রায় সাড়ে ১১ টায় সীমান্ত পিলার ৪১/৭-এস হতে ৪১/৮-এস এর মাঝামাঝি ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ডিএমসি মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের এক সদস্য ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে, বিজিবি সদস্যরা ব্যাগ তল্লাশী করে ৫টি প্যাকেটে থাকা মোট ৫’শ গ্রাম হেরোইন এবং ৪ বোতল জেডি মদ উদ্ধার করে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি।