আর কত মানববন্ধন করলে সহকর্মী হত্যার বিচার পাব ?


আর কত মানববন্ধন করলে আমরা সহকর্মী হত্যা বিচার পাব, এমন প্রশ্ন সংবাদকর্মীদের, আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সূবর্ণা নদীকে নৃসংশভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচীতে এই প্রশ্ন যেন উঠে এসেছে বারে বারে।
সংবাদকর্মীরা বক্তব্য দিতে গিয়ে বলেন, সাগর রুনির হত্যার বিচার এখনো হয়নি, অনেক আশ্বাস ছিলো, তবে দিন গেছে ,বছর গেছে তবুও পায়নি আমরা সহকর্মী হত্যার বিচার। সহকর্মীদের হারানোর এই সারি দীর্ঘ হয়েছে দিনে দিনে। সর্বশেষ যুক্ত হয়েছে  সূবর্ণা নদীর নাম। আমরা আর কত মানববন্ধন  করলে আমাদের সহকর্মী হত্যার বিচার পাব ? চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীতে জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা অংশ নেন।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবুল আলম, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মোঃ সাজেদুল হক সাজু, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইমন, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, জাকির হোসেন পিংকু, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, রেডিও মহানন্দার সংবাদকর্মী সোনিয়া শীল প্রমুখ।





কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7