বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে চর বাসুদেপুর ও চরবাগডাঙ্গা চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চর বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে নামো-সূর্যনারায়নপুর সরকারি বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, বালক পর্যায়ে চরবাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে  হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
এময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম তোফা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক প্রমুখ। 



About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7