বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায় জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে  রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।  সকাল সাড়ে ১০টায় শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, সহকারী শিক্ষক আলী উজ্জামান নূর ও নির্মল কোল সরেন। কোল সম্প্রদায়ের নিজস্ব ভাষায় মিশু শিক্ষার্থীদের দিবসটি সম্পর্কে বর্ণনা করেন নির্মল সরেন। এরপর শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে তিনটি ক্যাটাগরিতে বিভিন্ন বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7