নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান-এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে বঙ্গবন্ধু’র জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ আলোচনা সভা নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন ও বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জর সমন্বয়ক অফিসার মোঃ শামসুজ্জামান।পওে, প্রধান অতিথি ৭১ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধী শিক্ষার্থী, ক্যান্সার রোগী, ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
শেষে, বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
শেষে, বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।