আমের ট্রাকে ফেন্সিডিল, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী মহাসড়কের দ্বায়িরাপুর ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে বুধবার সকালে আমের ট্রাকে ফেন্সিডিল পাচারের সময় দুইজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা, গোপালগঞ্জ চেলার শিবপুর থানার আকরাম শেখের ছেলে নূর নবী শেখ ওরফে মামুন(৩৬) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা নামোটৌলা গ্রামের সাইদুর রহমানের ছেলে রিপন(১৯)। সেই সাখে ব্যবহৃত ট্রাক ও ১২৫ ক্যারেটে থাকা ৬০ মন আম জব্দ করা হয়েছে। র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট থেকে আমের ক্যারেটের ভিরতে লুকিয়ে ফেন্সিডিল গুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে র‌্যাব সদস্য চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী মহাসড়কের দ্বায়িরাপুর ট্রাক স্ট্যান্ডের সামনে ট্রাকটিতে তল্লাসী চালায়। তল্লসীর এক পর্যায়ে ১২টি আমের ক্যারেটের ভিরতে লুকিয়ে রাখা ২০৮৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকতৃত নূর নবী ও মামুন ফেন্সিডিলগুলো আমের ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল, তারা এর আগেই এশাধিকবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক পাচার করেছে।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7