চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু) টোলঘর এলাকা থেকে রোববার ভোরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গায়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন, রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকার নুরুল ইসলামের ছেলে রোবায়েত ওরফে রাজ (২৩) ও একই এলাকার ফারুপুর বাগানপাড়ার সাবের আলীর ছেলে মো. মাহবুব (২২)।
ডিবির উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া পাঁচটার দিকে শহরের মহানন্দা সেতুর টোলঘর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় একটি মোটরসাইকেলে বহনকালে ৫০ বোতল ফেনসিডিলসহ রোবায়েত ও মাহবুবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ডিবির উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া পাঁচটার দিকে শহরের মহানন্দা সেতুর টোলঘর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় একটি মোটরসাইকেলে বহনকালে ৫০ বোতল ফেনসিডিলসহ রোবায়েত ও মাহবুবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।