নাচোলে পাইলট স্কুলে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে একযোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  বুধবার বেলা ১১টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে কয়েকটি ফলদ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক ও নাচোল পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু।
এ সময় অন্যান্যের মধ্যে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশে একযোগে ৩০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নাচোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ৬ প্রজাতির ১৭০০ ফলদ গাছের চারা লাগিয়েছে।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7