শুক্র ও শনিবার চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক উৎসব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদিনের “সাংস্কৃতিক উৎসব” শুরু হবে শুক্রবার। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে প্রেস বিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ।
প্রেস বিফিং এ জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশ ব্যাপী এ সাংস্কৃতিক উৎসব হতে যাচ্ছে। এরই অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জেও সাংস্কৃতিক উৎসবের দুদিন শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্পি, কবি লেখক, রাজনীতিবিদ, সুশিল সমাজের প্রতিনিধিসহ সমাজের সব শ্রেনীর মানুষেরর মিলনমেলায় পরিনত হবে। 
উৎসবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিখি থাকবেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতি মন্ত্রনালয়ের যুগ্ন সচিব, মজিবুর রহমান আল মামুন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
উৎসবে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি ও একক অভিনয়,পল্লীগীতি, লালনগীতি ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হবে।
প্রেস বিফিং এ উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল ।
এর আগে উৎসবের প্রচারণার অংশ হিসাবে শহরে শোভাযাত্রা বের করা হয়।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7